আবাসিক হোটেলের ম্যানেজারকে এক মাওলানা এসে বলল : একটা রুম হবে? ম্যানেজার : হবে। কি নাম আপনার? মাওলানা : হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ সূফী আবু মালেক মোহম্মদ তোশামদ আলী গুলগুলিয়া মুশকিলে কোশা আল কুতবী আল হাসানী আল বাগদাদী। ম্যানেজার : মাফ করবেন হুজুর। আমাদের হোটেলে এক রুমে এত জনের জায়গা হবে না।