ভেঙে যেতে বসেছে শিশু সুমাইয়ার স্বপ্ন

কিশোর বাংলা প্রতিবেদন: জীবন যে কত কষ্টের, তা মাত্র সাত বছরেই হাড়েহাড়ে টের পাচ্ছে শিশু সুমাইয়া। সহপাঠীরা যেখানে সারাদিন খেলাধুলায় ব্যস্ত, সেখানে তার দিনগুলো কাটছে বিছানায়। একের পর এক অসুখে তার জীবনের স্বপ্নগুলো আজ অভিশপ্ত হয়ে উঠেছে।
আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় ইতোমধ্যে তার চিকিৎসা ব্যয়ে সর্বসান্ত হয়েছে তার পরিবার। এখন বিনা চিকিৎসায় সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কোন পথই যেন নেই তাদের।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের কাঠমিস্ত্রি স্বপন মিয়া ও সানজিদা খাতুনের মেয়ে সুমাইয়া। দিন আনে দিন খায় এই পরিবারটি। সরকারি খাস জমিতে তাদের বসবাস।
সুমাইয়া সিমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অসুস্থতার জন্য গত ছয়মাস ধরে  বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে।
তার পরিবারের তথ্যমতে, নয় মাস আগে সুমাইয়ার পেটে ব্যথা হয়। প্রথমে তাকে মাওনা চৌরাস্তার হাসপাতালে চিকিৎসা করালে পেটে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের পরামর্শ দিলে ময়মনসিংহের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে টিউমারসহ একটি কিডনি অপসারণ করে তারা।
অস্ত্রোপচারের কাটা ঘা-গুলো যখন শুকিয়ে আসছিল, সুমাইয়া ও তার পরিবারের চোখে মুখে ছিল আনন্দের অশ্রু। ঠিক তখনই আবার পেটে ব্যথা শুরু হয়। আবার ধারদেনা করে শরণাপন্ন হতে হলো চিকিৎসকের। আবার শুরু হলো পরীক্ষা-নিরীক্ষা, এবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এবার সুমাইয়া লিভার ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শ মতে, দ্রুত শুরু করতে হবে চিকিৎসা, অন্যথায় নিয়তিকেই বরণ করার ডাক। অর্থের যোগান অসম্ভব, বিধায় আশাহত হয়ে পরিবারটি আশ্রয় নেয় নিজ বাড়িতে। গত তিন মাস ধরে বিনা চিকিৎসায় শেষ পরিণতির দিকে অগ্রগামী সুমাইয়া।