ব্রাহ্মণবাড়িয়া ফজলুল হক মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল

কিশোর বাংলা প্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ফজলুল হক মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল করেছে। এদিকে এসএসসি পরীক্ষায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। তবে জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার এবং জিপিএ-৫ এগিয়ে রয়েছে।
রোববার (০৬ মে) দুপুরে দেড়টার দিকে সব বিদ্যালয়ে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়।
জেলা শহরের বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, উইজডম স্কুল অ্যান্ড কলেজ, চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের পাসের হার শতভাগ।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজে ১৭৩ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৮ জন, উইজডম স্কুলে ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন।