বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২ দিন ব্যাপি কর্মশালা উদ্বোধন

কিশোর বাংলা প্রতিবেদনঃ বগুড়ায় মহান একুশের ছড়া-গান ও কবিতা বিষয়ক ২ দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে সোমবার (২৮ জানুয়ারি) থেকে। বগুড়ার শিশু-কিশোরদের শিল্পের পাঠাশালা ‘বাবুই’ এর আয়োজনে বেলা ৩ টায় জলেশ্বরীতলা সংগঠণ কার্যালায়ে কর্মশালার উদ্বোধন হয়েছে।

বাবুই পরিচালক রাকিব জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান আমিনুল আসলাম ডাবলু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেকুর রহমান সুজন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সিরাজগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক রওশন আলী, যুব সংগঠক সাজেদুর রহমান সিজু, নাট্যজন ও সংগঠক নিভা সরকার পূর্ণিমা, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফরহাদ শাহী, ফটো সাংবাদিক আল আমিন, যুবনেতা সাব্বির আহম্মেদ স্মরন, সহ আরো অনেকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানমালার প্রযোজনায় ব্যবহৃত ছড়া-কবিতা ও গানের বিষয়ে বাবুইয়ের শিশুদের বিস্তারিত জানানো, মহান ভাষা আন্দোলন ও মাতৃভাষার তাৎপর্য তুলে ধরা সেইসাথে শুদ্ধ উচ্চারন ও আবৃত্তি বিষয়ে শিশুদের এই কর্মশালায় প্রশিক্ষন প্রদান করবেন দেশবরেণ্য আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী তামান্না তিথি।

আগামী ২৯ জানুয়ারী প্রশিক্ষন শেষে শিশুদের সনদ বিতরন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু কিশোরদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সেক্ষেত্রে সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। তাদেরকে আগামীর নেতৃত্ব দেয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।