প্রাথমিক বিদ্যালয় নেই, শিক্ষাবঞ্চিত শতাধিক শিশু
কিশোর বাংলা প্রতিবেদন: নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার হালিমনগরে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। এতে করে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় আড়াইশ পরিবারের ৩ শতাধিক শিশু।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পত্নীতলা উপজেলার নির্মইল ইউনি আওতাধীন হালিমনগর গ্রামে প্রায় আড়াই’শ পরিবারে ৪ শতাধিক সন্তান। এরই মধ্যে প্রায় ৩ শতাধিক শিশু প্রাথমিক শিক্ষার্জনের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। ওই এলাকার চারদিকে প্রায় ৪/৫ কিলোমিটার এলাকার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রাথমিক শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে এবং অবিভাবকগণও রয়েছেন চরম উৎকন্ঠায়। শিক্ষার্জনের জন্য ছাত্র-ছাত্রীরা দুরের শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সময়মত তারা পৌঁছাতে পারে না।
অভিভাবকরা সাংবাদিকদের জানান, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে বেশির ভাগ অভিভাবক নিরক্ষরতার বেড়াজালে আটকা পড়েছি। আবার সেই একই অভাবে আমাদের সন্তানরাও কি নিরক্ষর থাকবে?’ সমস্যার সমাধানে হালিমনগরে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলোসহ এলাকার সচেতন মহল।

