পশ্চিমবঙ্গে মাদ্রাসার ছাত্রীরা রুখছে বাল্যবিবাহ
কিশোর বাংলা প্রতিবেদন: ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসার মীনা মঞ্চের ছাত্রীরা এবার নিজেরাই রুখছে বাল্যবিবাহ৷ ইউনিসেফের কার্টুন চরিত্র মীনা দক্ষিণ এশিয়ায় তিন দশক ধরে দারুণ জনপ্রিয়৷ মীনার কাহিনি এখানকার মেয়েদের গল্পই তুলে ধরে৷ বছর পাঁচেক আগে সেই মীনার নামে মঞ্চ করেই একজোট হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রীরা৷
স্কুলছুটদের ফিরিয়ে আনা, এলাকার সমস্যা ও কুসংস্কার দূর করা, এমন প্রচুর কাজের পাশাপাশি এখন মীনা মঞ্চের ছাত্রীরা বাল্যবিবাহ রুখে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে৷
মুর্শিদাবাদ, মালদহ, দুই ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি ও কলকাতার বিভিন্ন মাদ্রাসায় মীনা মঞ্চ হয়েছে৷ মাদ্রাসাপিছু ২০-৩০ জন ছাত্রী নিয়ে একজন শিক্ষকের নেতৃত্বে এই দল গঠন করা হয়৷
ছাত্রীদের মধ্যে একজন নেতা থাকে৷ তার তদারকিতেই সব কাজ চলে৷ বছরে মীনা মঞ্চের ২-৩টি কর্মশালা হয়৷ ব্লকভিত্তিক বা জেলাভিত্তিক এই কর্মশালায় হাজির থাকেন ইউনিসেফের সদস্যরা৷
মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকের কোমনগর হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী সান্তানুর আহ্সানিয়া তার দলের লিডার৷
এই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হালিমও ছাত্রীর সঙ্গে একমত৷


 
							 
							