দেশের ৬৩৩টি থানায় হচ্ছে শিশু সেল

কিশোর বাংলা প্রতিবেদন: দেশের ৬৩৩টি থানায় শিশু সেল গঠন করার কাজ শুরু করেছে পুলিশ। যেসব শিশু ধর্ষণ, অপহরণ, হত্যা, পাচার, এসিড সন্ত্রাস এবং যৌন হয়রানির শিকার হবে তাদের বিষয়গুলো যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে এই সেল।
এছাড়াও  ঠিকানাবিহীন অবস্থায় যেসব শিশুকে পুলিশ উদ্ধার করবে তাদের বাবা ও মাকে খুঁজে না পাওয়া গেলে তাদের সরকারি শিশু সদনে রাখা হবে। শিশুদের অধিকার রক্ষা এবং শিশু নির্যাতনের ফলে রাষ্ট্রে কী-কী অসুবিধার মধ্যে পড়ে তার জন্য দেশব্যাপী প্রচার-প্রচারণা চালাবে পুলিশ।
জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রৌশন আরা বেগম এনডিসি মানবজমিনকে জানান, শিশুর প্রতি সহিংসতা রোধে শিশু সেল গঠন করা হয়েছে। এই সেল গঠনের ফলে শিশু নির্যাতন যেমন কমে আসবে, তেমনিভাবে শিশুর অধিকারের ব্যাপারে দেশের সকল নাগরিক সচেতন হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১০ বছর আগে শিশুর প্রতি সহিংসতার হার ছিল মারাত্মকভাবে। কিন্তু, দেশের সংশ্লিষ্ট নারী ও শিশু মন্ত্রণালয়, দেশি ও বিদেশি এনজিও, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রচার ও প্রচারণার কারণে নির্যাতনের মাত্রা কমে এসেছে। ২০২৫ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনতে কাজ করছে পুলিশ। এ প্রকল্পটি জাতিসংঘের শিশু অধিকার তহবিল থেকে অর্থায়ন করা হবে। দরকার হলে পুলিশের পক্ষ থেকেও সেলে অর্থায়ন করা হবে।