ত্রাণ সহায়তার আড়ালে শিশু নিপীড়ন করছে বিদেশিরা

কিশোর বাংলা প্রতিবেদন: ত্রাণ ও মানবিক সহায়তার নামে বড় রকমের যৌন নিপীড়নের শিকার হচ্ছে নেপালের শিশুরা। গতবছর এ জাতীয় ঘটনায় পাঁচ বিদেশি নাগরিককে আটক করেছে দরিদ পীড়িত দেশটির পুলিশ। আটককৃতরা সেখানে দরিদ্র শিশু ও তাদের পরিবারদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।

নেপাল পুলিশের ডিপুটি সুপারিনটেন্ডেন্ট কবিতা কাতাওয়াল আল জাজিরাকে জানান, ‘নেপালের জনগনকে সাহায্য করার জন্য অনেক বিদেশিই এখানে এসে থাকেন। তারা নেপালকে ভালোবাসে। তাদের এই সমর্থন ও কাজের জন্য আমরা তাদের সম্মান করি। কিন্তু এদের কেউ কেউ সামাজিক সহায়তার নামে অপকর্ম করছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে আমাদের শিশুদের ওপর যৌন নিপীড়ন চালাচ্ছেন।’

আটককৃতদের একজন হলেন কানাডার ত্রাণকর্মী পিটার দালগলিশ। তার বিরুদ্ধে দুই নেপালি বালককে যৌন হয়নির অভিযোগ উঠেছে, যদিও তিনি এ অভিযোগ নাকচ করেছেন।

এর আগে কানাডার এই ত্রাণকর্মী প্রায় ২০ বছর আফ্রিকা ও এশিয়ার দেশ আফগানিস্তানের দরিদ্র শিশুদের জন্য কাজ করেছেন। তিনি জাতিসংঘের নেতৃস্থানীয় ত্রাণ সংস্থাগুলোতে কাজ করছেন। এছাড়া শিশুদের জন্য কাজ করছে তার নিজস্ব দাতব্য সংস্থা ‘স্ট্রিট কিডস ইন্টারন্যাশনাল’। দরিদ্র শিশুদের মাঝে মানবিক সহায়তার জন্য বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন তিনি।