গ্রন্থমেলায় শিশু-কিশোরদের পদচারনা

কিশোর বাংলা প্রতিবেদন: একুশের গ্রন্থমেলায় মা-বাবার হাত ধরে এসেছেন শিশু-কিশোররাও। স্টল ঘুরে পছন্দের বই কিনছে তারা। ক্লাসের পড়া সামলে নিয়ে একটু আনন্দ পেতে মজার মজার ছড়া ও গল্পের বই রয়েছে শিশুদের পছন্দের তালিকায়। সায়েন্স ফিকশন বা বিজ্ঞানের বইয়ের দিকেও ঝোঁক দেখিয়েছে শিশুদের কেউ কেউ।
শিশু-কিশোরদের পড়ার বই পছন্দ করে দিচ্ছেন বাবা-মায়েরাও।  শিশুদের আগ্রহের জায়গায় বঙ্গবন্ধুর উপর লেখা গ্রন্থগুলোও স্থান করে নিয়েছে বলে জানান শিশু একাডেমির বই বিক্রেতারা।
অমর একুশে গ্রন্থমেলায় শিশু কিশোরদের প্রথম পছন্দ ছড়ার বই। তাই বাবা মার সাথে মেলায় এসে পছন্দের ছড়ার বই কিনছে শিশুরা। তবে সব বয়সী মানুষের কাছে ছড়া পছন্দ হলেও তরুণদের ছড়ার প্রতি আগ্রহ কিছুটা কম।
শিশু-কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের হাতে মানসম্মত গল্প, উপন্যাস পড়তে উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন জনপ্রিয় লেখক ও প্রকাশকরা। চটকদার নাম দিয়ে মানহীন বই লেখা থেকে বিরত থাকারও আহ্বান জানান তারা। লেখক ও প্রকাশকরা জানান, এবারের একুশে গ্রন্থমেলার প্রথম দশকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে শিশুতোষ গল্প ও কিশোর উপন্যাস।
নাগরিক জীবনে শিশু কিশোররা যখন প্রাকৃতিক ভাবে বেড়ে উঠার সুযোগ থেকে বঞ্চিত তখন একটু সুযোগ পেলেই যেন সব কিছু ভুলে থাকতে চায় তারা। ছুটির দিনে বাবা-মায়ের হাত ধরে একুশে গ্রন্থমেলায় আসা শিশু কিশোরদের এ চিত্রই অনেককে মনে করিয়ে দেয় শৈশব কৈশোরের দুরন্তপনার দিন গুলোকে। বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই তাদের নিয়ে আসা বলে জানান অভিভাবকরা।