কিশোরবাংলাপ্রতিবেদন: ছয় মাস আগে বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্কুলপড়ুয়া ১০ জন ছাত্রীকে নিয়ে গঠন করা হয় ব্রিগেড। প্রথম দলটি ছিল পরীক্ষামূলক। ওই দল দ্রুত সময়ের মধ্যে আস্থা অর্জন করে। এর ধারাবাহিকতায় ছয় মাসের মধ্যে গড়ে ওঠে এ রকম আরও ১৭টি ব্রিগেড।
মোট ১৮টি কিশোরী ব্রিগেডে কাজ করে ১৮৬ জন কিশোরী। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার ত্রিশাল উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ঘোষণার আগে এই উপজেলার বাল্যবিবাহ পরিস্থিতি এক বছর নজরদারিতে রাখবে প্রশাসন।
ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি মাঠে বাল্যবিবাহমুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান।
উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আগামী এক বছর ত্রিশাল উপজেলা আমাদের নজরদারিতে থাকবে। ওই এক বছরে যদি কোনো বাল্যবিবাহ না হয়, তাহলে আমরা ত্রিশাল উপজেলাকে পুরোপুরি বাল্যবিবাহমুক্ত ঘোষণা করব।’
মোজাম্মেল হক খান কিশোরী ব্রিগেডের পরিকল্পনায় মুগ্ধ হয়ে বলেন, সারা দেশের ৪৯২টি উপজেলায় এ রকম ব্রিগেড গঠন করে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে সফলতা অর্জন করা সম্ভব।