কিশোরবাংলাপ্রতিবেদন: প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে। এর মধ্যে গুটি কয়েক স্বপ্ন অপূরণীয় থেকে যায়। যেগুলো সন্তানের মাধ্যমে পূরণ করতে চান অনেক মা-বাবা। আপনার সন্তান হোক স্বপ্নবাজ। তবে লক্ষ্য রাখা উচিত, এটা যেন চাপিয়ে দেওয়া না হয়।
সন্তান হোক স্বপ্নবাজ
ছোটবেলা থেকেই সন্তানকে স্বপ্ন দেখতে শেখানো ভালো। স্বপ্নবাজ হতে শেখানোর পাশাপাশি তা সার্থক করার জন্য সন্তানকে স্পর্শে রাখতে হবে।
সঠিক পরিকল্পনা
লাইফস্টাইল গবেষকদের মতে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক পরিকল্পনার অভাবে অনেক স্বপ্নই অঙ্কুরে বিনষ্ট হয়। তবে সব সময় সব কিছু পরিকল্পনামাফিক হবে এমনটা ভাবারও কারণ নেই। মনে রাখতে হবে, মা-বাবার ওপর অনেকাংশে নির্ভর করছে সন্তানের স্বপ্ন ও ভবিষ্যৎ।
স্বপ্ন খুঁজতে শেখানো
তুমি কী হতে চাও—এমন প্রশ্ন সন্তানকে প্রতিদিন একবার করতে হবে। সে কী হতে চায় বা কী হওয়ার স্বপ্ন দেখে। তার ভালোবাসার জায়গাটা চেনার পাশাপাশি সাহায্য করতে হবে তার পছন্দের জায়গাটি খুঁজে নিতে।
পর্যবেক্ষণ
সন্তানকে দীর্ঘ পর্যবেক্ষণে রাখা উচিত। এতে তার ভেতরে লুকায়িত প্রতিভা ও যোগ্যতা বেরিয়ে আসে। সে অনুযায়ী বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া যায়।