কিশোরবাংলাপ্রতিবেদন: মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসা অভিবাসীদের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’র অধীনে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের ৩০ দিনের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ডিস্ট্রিক্ট জাজ ডানা সাবরো গতকাল মঙ্গলবার এক আদেশ জারি করেন। এতে বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের দুই সপ্তাহের মধ্যে এবং এর চেয়ে বড়দের ৩০ দিনের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
বিচারক একই সঙ্গে অবৈধ অভিবাসীর পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার ওপর স্থগিতাদেশ আরোপ করেন।
অভিবাসী সাত বছরের এক মেয়েশিশু ও ১৪ বছরের এক কিশোরের পক্ষে আমেরিকান সিভিল লিভার্টিজ ইউনিয়নের করা এক মামলার পরিপ্রেক্ষিতে বিচারক এ রুল জারি করেন। এই দুই শিশুই নিজেদের মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মেয়েটির মা কঙ্গোর ও ছেলেটির মা ব্রাজিলের নাগরিক।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থীসহ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী ব্যক্তিদের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি গ্রহণের ঘোষণা দেন। ওই সব অভিবাসনপ্রত্যাশীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও জানান তিনি। ট্রাম্পের এই নীতির কারণে মা-বাবার সঙ্গে আসা অভিবাসী প্রায় ২ হাজার ৩০০ শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এই নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন ডেমোক্র্যাটরা, এমনকি রিপাবলিকান অনেকেও। ট্রাম্পের এই নীতিকে অগ্রহণযোগ্য ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ।