অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

কিশোর বাংলা প্রতিবেদন: প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালের টিকিট পেয়েছে মারিয়া মান্ডা-মনিকারা। অবশ্য দল কম হওয়ার কারণে লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। সেখানে নেপাল, ভুটান ও ভারতকে হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের কিশোরীরা। লিগ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেয়েরা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবার বেলা ২টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বাংলা টিভি।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালের আত্মবিশ্বাস অর্জনের পথে যা বেশ বড় একটা ধাপ।
তবে পেছনের ম্যাচ নিয়ে আর পড়ে থাকতে চান না, বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন, ‘আগের ম্যাচে ভারতকে হারিয়েছি, যা আমাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস। তবে আগের ম্যাচ নিয়ে পড়ে থাকতে চাই না। প্রতিটা ম্যাচই নতুন। আগামীকাল ভারতকে হারানোর জন্য নতুনভাবে তৈরি হয়েছি আমরা। আত্মবিশ্বাস আছে চ্যাম্পিয়ন হতে পারব।
টুর্নামেন্টে বাংলাদেশ দল আছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল করার বিপরীতে তারা একটি গোলও হজম করেনি। ফাইনালেও গোলপোস্টটা যে অক্ষত থাকবে, সে আশা তো করাই যায়।