৭ মাসের শিশু হেয়ারস্টাইলে ইনস্টাগ্রামে তারকা!

কিশোর বাংলা প্রতিবেদন: পৃথিবীতেই আসছে কয়েকদিন হলো চ্যানকো নামে একটি কন্যা শিশুর। এরইমধ্যে তাকে গোটা বিশ্ব চেনে ইনস্টাগ্রামে। তারকা হয়ে গেলো এটুকু বয়সেই তার হেয়ারস্টাইলের পোস্ট করা ছবি ও ভিডিও দিয়ে। ছোট্ট শিশুটির অসাধারণ চুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরালও হয়ে গেছে।
 ‘বেবিচ্যানকো’ নামে ওই ইনস্টাগ্রাম আইডিটিতে ঢুকলেই দেখা যায় ‘লিটল স্টার’ ওই শিশুটির হেয়ারস্টাইলের নানা ছবি ও ভিডিও। এটিকে ইনস্টাগ্রামের ‘হেয়ার গ্যালারি’ বা ‘হেয়ার ডায়েরি’ মনে করছেন অনেকেই। আইডিটি এতো জনপ্রিয়তা পেয়েছে যে মুহূর্তেই প্রায় দুই লাখ ফলোয়ার হয়ে গেছে। চ্যানকো’র ছবি-ভিডিও যেভাবে মানুষকে আকৃষ্ট করছে ফলোয়ার সংখ্যা আরও অনেক বাড়বে বলে মনে করছে শিশুটির পরিবার।
ওই আইডিতে পোস্ট হয়েছে এখন পর্যন্ত মাত্র ৪৬টি। কিন্তু পোস্ট করা প্রতিটি ছবি থেকে হাজার হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ‘ভালোবাসা’ জিতে নিয়েছে চ্যানকো।
ইতোমধ্যে চ্যানকোর ছবিগুলোতে কমেন্টের বন্যা লেগে গেছে। তার হেয়ারস্টাইল দেখে অনেকেই মুগ্ধ হয়ে প্রশংসা করছে।