কিশোরবাংলাপ্রতিবেদন: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবছর পাশ করেছে ৮১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান পরীক্ষার ফলাফল ঘোষণা করে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৭ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮০ হজার ৮৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।
চট্টগ্রাম বোর্ডের অধীনে গত পাঁচ বছরে এটি সর্বনিম্ন পাশের পাশের হার বলে জানান তিনি।
এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৮৩ হাজার ৫০৬ জন নিবন্ধিত পরীক্ষার্থী থাকলেও অংশ নিয়েছে এক লাখ ৮০ হাজার ৮৬৮ জন। গতবছর অংশ নিয়েছিল এক লাখ ৭৯ হাজার ৯৫ জন।
এদিকে পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়াদের সংখ্যা। এবছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন, যা গতবছর ছিল ১৪ হাজার ১৩৫ জন।