৫৫৬ রানের ইনিংস খেলে আলোচনায় ভারতীয় কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: ভারতের গায়কোয়াড় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত ৫৫৬ রানে ইনিংস খেলেছেন প্রিয়াংশু মলিয়া নামের এক খুদে ক্রিকেটার। ছেলেটি মহিন্দর অমরনাথের ক্রিকেট একাডেমিতে শিষ্যত্ব গ্রহণ করেছে। একসময় বাংলাদেশ দলের কোচ ছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার

যোগী ক্রিকেট একাডেমির বিপক্ষে মহিন্দর লালা অমরনাথ একাডেমির হয়ে দুই দিনের ম্যাচে এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যান খেলেছেন ৫৫৬ রানের অবিশ্বাস্য ইনিংস।

ব্যাটিংয়ে নামার আগে বল হাতেও যোগী একাডেমিকে ঘূর্ণি ফাঁসে জড়িয়েছেন প্রিয়াংশু। প্রথম দিনে যোগী একাডেমির ৫২ রানে গুটিয়ে যাওয়ার পেছনে ৪ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন এই খুদে অফ স্পিনার। এরপর ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৪০৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন প্রিয়াংশু। পরের দিন এই ইনিংসে যোগ করেছেন আরও ১৪৮। দলীয় ইনিংস যেখানে ৪ উইকেটে ৮২৬, সেখানে প্রিয়াংশুর একারই অপরাজিত ৫৫৬! ৩১৯ বলে ৯৮টি চার আর ১ ছক্কায় ইনিংসটি সাজান এই খুদে ব্যাটিং-বিস্ময়।