১ তারিখে বাজারে আসছে কিশোর বাংলা’র ফেব্রুয়ারি, ২০২১ সংখ্যা

কিশোর বাংলা প্রতিবেদনঃ মহান ভাষা আন্দোলনের মাসে বাংলাদেশের শিশুকিশোরদের জন্য চলে আসছে কিশোর বাংলা’র ফেব্রুয়ারি, ২০২১ সংখ্যা। ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই বাজারে ও রকমারি ডট কমে পাওয়া যাবে সংখ্যাটি।
 
এ সংখ্যায় রয়েছে ইমদাদুল হক মিলনের ধারাবাহিক উপন্যাস ‘রমাকান্ত কামারের মজার কাণ্ড’-এর ২য় পর্ব। গল্প লিখেছেন সেলিনা হোসেন, মোজাম্মেল হক নিয়োগী, আরাফাত শাহরিয়ার ও ইনাম আল হক। রয়েছে সিরাজউদ্দিন আহমেদের ধারাবাহিক গল্প ও অরুণ কুমার বিশ্বাসের ধারাবাহিক উপন্যাস। প্রচ্ছদ রচনা লিখেছেন খালেক বিন জয়েনউদ্দীন।
 
আর চমৎকার সব ছড়া লিখেছেন ফারুক হোসেন, আনওয়ারুল কবীর বুলু, গোলাম কিবরিয়া পিলু, এয়াকুব সৈয়দ, মোরশেদ কমল, হাফিজ উদ্দীন আহমদ, আবদুল হামিদ মাহবুব, মোশতাক আহমেদ, আনোয়ারুল হক নুরী, বদরুল বোরহান, প্রণব মজুমদার, আ. ফ. ম. মোদাচ্ছের আলী, আবেদীন জনী, অমিত কুমার কুণ্ডু, অজিতা মিত্র, শশধর চন্দ্র রায়, বিধানেন্দু পুরকাইত (ভারত), দীপা ভৌমিক (ভারত), রীতা পাকড়াশী প্রমুখ।
 
বিভিন্ন বিষয়ে ফিচার লিখেছেন আমীরুল ইসলাম, রমজান মাহমুদ, ডাঃ সজল আশফাক, উৎপলকান্তি বড়ুয়া, মোস্তফা মামুন, মনোয়ারুল ইসলাম, তারিক মনজুর, ইমরুল ইউসুফ, প্রশান্ত ভৌমিক, কৌশিক আহমেদ, ইশতিয়াক হাসান, রাজীব দত্ত, সামীউর রহমান, আপন অপু, গোলাম মোরশেদ সীমান্ত, মোহাম্মদ সাইজু, শিমুল শাহিন, মোঃ সাদেকুল হক, আল সানি, ফারিয়া আনোয়ার, মামুন আল সানি প্রমুখ।
 
এছাড়াও মোস্তফা মামুনের রচনা ও সব্যসাচী চাকমার আঁকায় গ্রাফিক নভেল আর সত্যজিত বিশ্বাসের সম্পাদনায় ‘বাংলার হাসি’ তো থাকছেই।