কিশোরবাংলাপ্রতিবেদন: মাত্র ১৫ বছর বয়সেই স্নাতক সম্পন্ন করে প্রকৌশলী হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এক মার্কিন কিশোর। তানিশক আব্রাহাম নামের ঐ কিশোর এখন প্রস্তুতি নিচ্ছেন ডক্টরেট ডিগ্রী অর্জন করার।
তানিশক যে শুধু স্নাতক পাস করেছেন তাই নয় বরং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক পদক ‘সুম্মা কাম লড’ পুরস্কারেও ভূষিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফক্স৪০-কে দেওয়া এক সাক্ষাতকারে তানিশক বলেন, “আমি সত্যিই বেশ আনন্দিত, উত্তেজিত এবং আমার অর্জনের জন্য গর্বিত”।
তানিশের অভিভাবক তাজি ও বিজয় আব্রাহাম বলেন, “সে (তানিশক) যথেষ্ট মেধাবী এবং আমাদের তাকে আরও সাহায্য করে যেতে হবে”।
তানিশক মেডিক্যাল প্রকৌশলী বিষয়ে স্নাতক পাশ করার সময় একটি যন্ত্রও আবিষ্কার করেন যা দিয়ে আগুনে পোড়া রোগীদের স্পর্শ না করেই তাদের হার্ট রেট মাপা যাবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ডেভিস ল্যাবে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য কাজ করবেন তানিশক।
ক্যান্সার রোগের নতুন চিকিতসা পদ্ধতি নিয়ে কাজ করার আগ্রহের কথা জানা তানিশক। তিনি বলেন, “ক্যান্সার রোগের চিকিতসায় আধুনিক পদ্ধতি এবং আধুনিক কার্যকর চিকিতসা পদ্ধতি নিয়ে কাজ করার আগ্রহ আছে আমার”।
ইতিমধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পড়াশুনার জন্য তানিশকের আবেদনপত্র গ্রহণ করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস গ্রাজুয়েট প্রোগ্রাম।