১৫টি মন্ত্রণালয়ে শিশু বাজেট

কিশোর বাংলা প্রতিবেদন: ২০১৮-১৯ অর্থবছরে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৬৫ হাজার কোটি টাকার পৃথক শিশু বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন বাজেটে ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ৫৫ হাজার কোট টাকা। এবার আটটি মন্ত্রণালয় ও সাতটি বিভাগের জন্য অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব করেন। এ বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে শিশু বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ১৩ মন্ত্রণালয়ের স্থানে ১৫টি মন্ত্রণালয়ে শিশু বাজেট অর্ন্তভুক্ত হয়।
 বাজেট প্রস্তাবে বলা হয়, নির্বাচিত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মোট বাজেটের অনুপাতে শিশু সংবেদনশীল চলতি অর্থবছরের ৪১ দশমিক ৪ শতাংশ থেকে প্রস্তাবিত অর্থবছরে ৪৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সরকারের মোট বাজেটে শিশু কেন্দ্রিক বাজেটের হিস্যা কিছুটা বেড়েছে। ২০১৮-১৯ অর্থবছরে হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশে, ২০১৭-১৮ অর্থবছরে যা  ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ। জিডিপির অনুপাতে শিশু কেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার গত এক বছরে ২ দশমিক ৫০ থেকে বেড়ে ২ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
 বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ প্রতিবছরই বাড়ানো হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে শিশু বাজেট প্রণয়নের মাধ্যমে শিশু উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটের মূলধারায় আনা হয়েছে। ২০২০ সাল নাগাদ শিশুকেন্দ্রিক বাজেট বরাদ্দ মোট বাজেটের ২০ শতাংশে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।