কিশোরবাংলাপ্রতিবেদন: এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গতবার এ সংখ্যা ছিল ৯৩টি। গতবারের তুলনায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি বেড়েছে।
এ বছর দেশের ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
রোববার (৬ মে) সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। সে ফলাফল অনলাইনে প্রকাশ করেন প্রধানমন্ত্রী, যা বেলা ২টার পর পাওয়া যাবে।
এ শিক্ষাবর্ষে পাসের হার তুলনামূলকভাবে কমেছে। লক্ষাধিক জিপিএ প্রাপ্তির বছরেও ১০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি।
এবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৫৭৪ টি, গত বছর ছিল ২ হাজার ২৬৬ টি, কমেছে ৬৯২টি।
এ শিক্ষাবর্ষে ২৮ হাজার ৫৫৮টি স্কুলের শিক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত বছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৩৫৯ টি, বেড়েছে ১৯৯ টি।