১ম শ্রেণীতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ১২ শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকা মহানগরের ৪১টি সরকারি হাইস্কুলে ৮৫ হাজার ৭৮৫ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। এসব স্কুলে মোট আসন আছে ১২ হাজার ৩৬৬টি।

সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ৭ শিশু ভর্তিযুদ্ধে নামছে। অপরদিকে ঢাকার ৪১টি হাইস্কুলের মধ্যে ১৭টিতে প্রথম শ্রেণীতে শিশু ভর্তি করা হবে। ওইসব প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৯৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২২ হাজার ১৭৯ জন। প্রতি আসনের বিপরীতে প্রায় ১২ ক্ষুদে শিক্ষার্থী লড়বে।

একই সময়ে সারা দেশে ৪ শতাধিক সরকারি হাইস্কুলেও ভর্তির আবেদন নিয়েছিল সরকার। ওইসব প্রতিষ্ঠানের জন্য সর্বমোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪২টি। তবে এসব প্রতিষ্ঠানের আসন সংখ্যা জানা যায়নি। ১ ডিসেম্বর এসব প্রতিষ্ঠানে আবেদন কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আবেদন নেয়া শেষ হয়।

এসব শিশুর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৭ ডিসেম্বর। শেষ হবে ২০ ডিসেম্বর। এর মধ্যে শেষদিন প্রথম শ্রেণীর ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান যুগান্তরকে বলেন, ঢাকা মহানগরীর সঙ্গে দেশের প্রায় ৪শ’ সরকারি হাইস্কুলে ভর্তির আবেদন নেয়া হয়।

পরীক্ষা ও লটারিতে শিক্ষার্থী বাছাই শেষ হলে নির্বাচনী কাজে কোনো বিঘ্ন না ঘটিয়ে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তি কাজ শেষ করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।