হিলি সীমান্ত দিয়ে মুক্ত হয়ে দেশে ফিরল ৪ কিশোর
কিশোর বাংলা প্রতিবেদন: আইনী প্রক্রিয়া শেষে অবৈধ ভাবে ভারতে অনু:প্রবেশের দায়ে বাংলাদেশি ৪ কিশোরকে ফেরত দিয়েছে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ।
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানে তারা সর্বোচ্চ ২ বছর ৯ মাস বছর এবং সর্বনিম্ন ১ বছর ৬ মাস ধরে আটক ছিল। পরে ওই ৪ কিশোরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
ফিরে আসা কিশোররা হলো – জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৮), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আবু বক্করের ছেলে রবিউল আলম (১৭), জয়পুরহাট সদরের মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (১৮), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল ( ১৩)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কার্যালয় সুত্রে জানা গেছে, এই কিশোররো সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারতে যায়। এ সময় তাদের কাছে পাসপোর্ট না থাকায় সেখানকার আইন-শৃংখলা বাহিনী আটক করে। ১৮ বছরের কম বয়স হওয়ায় তাদের জেল-হাজতের পরিবর্তে ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে” আটক রাখা হয়।