হিলিতে প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’
কিশোর বাংলা প্রতিবেদন: দিনাজপুরের হিলির জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে দোকানদারহীন ‘সততা স্টোর’। যেখানে শিক্ষার্থীরা পছন্দমতো পণ্য নিয়ে নির্দিষ্ট স্থানে দাম পরিশোধ করছে। এর মধ্য দিয়ে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততার চর্চা হবে বলে আশা স্থানীয়দের।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ স্টোর চালু করা হয়। এখানে কলম, খাতা, পেন্সিল, কালার পেপার, রঙ পেন্সিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পাওয়া যাচ্ছে। কথা হলে কয়েকজন শিক্ষার্থী বলে, দোকানদারহীন এ দোকান চালু করায় তারা খুশি। তারা নিজেরাই প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্ধারিত মূল্য একটি বাক্সে রাখছে। ছোটরা ভুল করলেও শিক্ষকরা বুঝিয়ে দিচ্ছেন।
হিলির জালালপুর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন বলেন, প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেয়ার একটি সহজ উপায় এ সততা স্টোর। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকতা উন্নত হবে।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার পারভীন বলেন, সততা স্টোর চালু করা হয়েছে মূলত শিক্ষার্থীদের চরিত্র ঘটনের উদ্দেশ্যে। তারা এখান থেকে কিছু কেনার সময় মনে রাখবে যে, সুযোগ থাকলেও তারা অসৎ উপায় অবলম্বন করবে না। এর মধ্য দিয়ে তারা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।