হিলিতে প্রাইভেট স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ডলি মেমোরিয়াল

কিশোর বাংলা প্রতিবেদন: দিনাজপুরের হিলিতে প্রাইভেট স্কুল ফুটবলে মাধ্যমিক শাখার ফাইনালে সানাশাইন স্কুলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডলি মেমোরিয়াল স্কুল।
প্রাথমিক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে সামস স্কুল, ১-০ গোলে তারা ফাইনালে হারায় জননী স্কুলকে।
প্রাইভেট স্কুল সোসাইটি হাকিমপুরের আয়োজনে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলা হয়। উপজেলার ১১টি প্রাইভেট স্কুলের ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রাইভেট স্কুল সোসাইটি হাকিমপুরের সভাপতি সোহরাফ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, সংগঠনের সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।