কিশোরবাংলাপ্রতিবেদন: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী চত্ত্বরে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। হাসুমণি’র পাঠাশালা উদ্যোগে প্রথমবারের মতো চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শুরুতে ছোট্ট শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে সেই হাসুমণি’র জন্মদিন উদযাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী। এসময় আরো উপস্থিত ছিলেন শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, দেশবরেণ্য শিল্পী মণিরুজ্জামান মণিরসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের সভপতিত্ব করেন হাসুমণি’র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি।
এসময় গওহর রিজভী বলেন, আমাদের বাংলাদেশের ইতিহাস, স্বাধীন বাংলাদেশকে পাওয়ার জন্য আমাদের ত্যাগ ও বঙ্গবন্ধুকে আমাদের সন্তানদের মনে রাখতে হবে। আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি। আমরা ২১ বছর ক্ষমতার বাইরে ছিলাম। ৯৬ সালে ক্ষমতায় এসে সোনার বাংলাদেশ গড়ার চিন্তা করে প্রধানমন্ত্রী। এর আবার ষড়যন্ত্রকারী বিএনপি ক্ষমতায় আসে। তারপর কেয়ারটেকার সরকার ক্ষমতায়। তখন শেখ হাসিনাকে জেলে যেতে হয়েছিল। তিনি যখন জেলে গিয়েছিলেন তখন আমাকে বলতেন আমার কাছে ক্ষমতা বড় না। মানুষের জন্য দেশের জন্য কতটুকু দিতে পারবো সেটাই মূল বিষয়।