হারানো কাব্য

হারানো কাব্য
নাবিলা দিয়া

হৃদয় সর্বদা ভাবায় না
মস্তিষ্ক পরে না চিন্তায় ,
নানান গল্প  নানান লেখা
সঞ্চিত যেন জীবন পাতায় ,
আজি ভাবনা অনেক
ভাষার অভাব ,
আজি চিন্তা অনেক
কল্পনার অভাব ,
প্রতিদিনের এই রচিত জীবন
প্রতিদিনের এই কাব্যকথন
হারায়-মিলায়
ফিরে পাওয়ার বেলায়,
আজকের রচিত কাব্য
কাল হয়ে যাবে হারানো পদ্য,
আজকের ঘটনার রটনা
কালকের অতীত লেখা,
সব কি কবি মেলাতে পারে,
তার কাব্য নামক পত্র লেখায়?