কিশোরবাংলাপ্রতিবেদন: হবিগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ২৩৭ শিশুর মধ্যে পুরস্কার দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান জানান, জেলার নয়টি উপজেলার শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাঁতার, দাবা খেলা ও ব্যাডমিন্টসহ ৩৬টি ইভেন্টে অংশ নিয়ে ২৩৭ জন বিজয়ী হয়।
প্রতিটি ইভেন্টে বিজয়ী হওয়া প্রথম স্থান অধিকারী ৩৬ জন অংশ নেবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়।