স্কুল মাঠে হাট, স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত

কিশোর বাংলা প্রতিবেদন: পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী কে আই ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসছে সাপ্তাহিক হাট। তাই বেলা একটার মধ্যেই ছুটি দিতে হচ্ছে দুইটি স্কুল। গত দেড় বছর ধরে দুইটি বিদ্যালয় মাঠে প্রতি বৃহস্পতিবার এই হাট বসার কারণে বিদ্যালয় দুটির শিক্ষা কাযক্রম ব্যহত ও স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় টিয়াখালী কে আই ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি ছুটি হয়ে গেছে। মাঠে কাঁচাবাজার বিভিন্ন ব্যবসায়ীরা তাদের মালামাল বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন।

এ স্কুল মাঠে গরু-ছাগল থেকে শুরু করে সব কিছুই বিক্রি হয়। তাই হাটের বিক্রেতাদের সুবিধার্থে দুটি বিদ্যালয়ই বেলা একটার পর ছুটি দিতে হচ্ছে।

দুটি বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, স্কুল মাঠে হাট বসার কারণে সারা মাঠ জুড়ে গরু-ছাগলের মলমূত্র ও ময়লার স্তুপ জমে থাকে। এ কারণে শনিবার স্কুলে এসে তাদের বিপাকে পড়তে হয়। বাধ্য হয়ে নিজ উদ্যোগে তাদের স্কুল পরিষ্কার করতে হচ্ছে।