কিশোরবাংলাপ্রতিবেদন: বেসরকারি ৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র জোগান দিতে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা ব্যয় করবে সরকার।
সারাদেশ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে তার উন্নয়নে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প মঙ্গলবার একনেকে অনুমোদন পেয়েছে।
শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এটিসহ প্রায় ১৮ হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এসব প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ১৬ হাজার ৩৭১ কোটি টাকার জোগান দেওয়া হবে। প্রকল্প সহায়তা থেকে আসবে ২ হাজার ১৭ কোটি টাকা, বাকি ৯৫ কোটি টাকা সংস্থাগুলোর নিজস্ব খাত থেকে আসবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রকল্পটি ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পটি নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুস্তফা কামাল বলেন, সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীর সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে বেড়েছে। সেজন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষের সংখ্যা বাড়ানো দরকার।
বর্তমানে দেশে ৩২৭টি সরকারি ও ১৯ হাজার ৩৫৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রকল্পের আওতায় সারাদেশের ৩ হাজারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ভবন নির্মাণ করা হবে।