কিশোরবাংলাপ্রতিবেদন: স্কুলে বন্দুক নিয়ে হামলা রুখতে তিনি শ্রেণিকক্ষে ছোট ছোট পাথর ভর্তি ঝুড়ি রাখতে বলেছেন। যাতে প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা পাথর ছুড়ে বন্দুকধারীদের প্রতিহত করতে পারে।
প্রদেশের হাউজ এডুকেশন কমিটির বৈঠকে ব্লু মাউন্টেইন স্কুল ডিস্ট্রিক্ট সুপ্রিন্টেডেন্ট ডেভিড হেলসেল তার স্কুলে অভিনব এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন।
তিনি বলেন, “প্রতিটি শ্রেণিকক্ষে পাঁচ গ্যালনের ঝুড়ি ভর্তি করে নদীর নুড়ি রাখা হচ্ছে।
“যদি কোনো বন্দুকধারী আমাদের কোনো শ্রেণিকক্ষে প্রবেশের চেষ্টা করে তবে তাকে পাথর হাতে প্রস্তুত শিক্ষার্থীদের মোকাবেল করতে হবে। শিক্ষার্থীরা তাকে পাথর ছুড়ে প্রতিহত করবে।”
অনলাইনে হেলসেলের ওই বক্তৃতার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে।
গতমাসে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলিতে ১৭ জন নিহত হয়।
ওই হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।