স্কুলে শিশু নিগ্রহ রুখতে কড়া পদক্ষেপ আইসিএসই বোর্ডের

কিশোর বাংলা প্রতিবেদন: কারমেল থেকে জেডি বিড়লা ৷ শিশু নিগ্রহ নিয়ে বারবার সংবাদ শিরোনামে এসেছে এই স্কুলগুলি ৷ স্কুল চত্বরেই আক্রান্ত পড়ুয়া। কাঠগড়ায় কখনও শিক্ষক, কখনও শিক্ষাকর্মী। যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল শহর থেকে রাজ্য। তাই এবার স্কুলে যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিল আইসিএসই বোর্ড ৷
ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জারি হয়েছে নয়া সুরক্ষা বিধি । তাতে স্কুলগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার থেকে জারি হল স্কুল সেফটি ম্যানুয়াল ।
কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ?
– গোটা স্কুলেই থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি
– ক্যামেরা লাগাতে হবে মেইন গেটের ভিতরে ও বাইরে
– ক্লাসরুমে এবং শৌচালয়ের বাইরেও থাকবে ক্যামেরা
– প্রতিটি স্কুলবাসে থাকবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম
– বাসে রাখতে হবে মহিলা অ্যাটেনডেন্ট
– মর্জি মাফিক স্কুল ভবনের উচ্চতা বাড়ানো যাবে না
– মানতে হবে ন্যাশনাল বিল্ডিং কোড, ২০০৫
– প্রতিটি স্কুলের বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা থাকবে
-থাকবে সেফটি সাব কমিটি, তাতে অভিভাবকদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক
ভূমিকম্প হোক বা সন্ত্রাসবাদী হামলা। পড়ুয়াদের নিয়ে পরিস্থিতি সামাল দেবেন শিক্ষক-শিক্ষিকারাই। তার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। গুড টাচ, ব্যাড টাচ কী, প্রাথমিকেই তা শেখাতে হবে পড়ুয়াদের। এছাড়া, স্কুলে নিয়োগের সময় সকলকেই শিশু সুরক্ষা নীতি ও আদর্শ আচরণ বিধিতে স্বাক্ষর করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে দিতে হবে হলফনামা। শিশু নিগ্রহের অভিযোগে স্কুল ব্যবস্থা না নিলে আইনানুগ পদক্ষেপ করবে আইসিএসই বোর্ড।