স্কুলছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছে ‘লাল-সবুজ সোসাইটি’

কিশোর বাংলা প্রতিবেদন: বরিশালে স্কুলছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন—‘লাল-সবুজ সোসাইটি’। এ পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটির সদস্যরা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ সোসাইটি’। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আফিফা মাহজাবিন, যুবরাজ বড়াল, রুবি ইসলাম, নাবিলা ইসলাম, গ্লোবাল ইউনিভার্সিটির জিনিয়া আক্তার, মতিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাইয়ুম হোসেন, কাজি জাহিদ, পলিটেকনিক ইনস্টিটিউটের ইসতিয়াক রাব্বী, সরকারি মহিলা কলেজের কানিজ ফাতেমাসহ এই সংগঠনের বেশির ভাগ সদস্যই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।

এ পর্যন্ত ১৫টি বালিকা বিদ্যালয় ও কলেজে মার্শাল আর্টের মাধ্যমে বিনা মূল্যে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আত্মরক্ষার কৌশল শিখেয়েছেন তাঁরা। এ ছাড়া কয়েকটি কলোনিতে চলছে এ কার্যক্রম। শুধু আত্মরক্ষাই নয়, শিক্ষার্থীদের মানসিকভাবে অনুপ্রেরণা দেওয়ার কাজটিও করছেন সংগঠনটির নারী সদস্যরা।

যেকোনো নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিচ্ছেন। বাল্যবিয়ে প্রতিরোধে পাঠ করাচ্ছেন শপথবাক্য। উদ্যোক্তারা এই কর্মসূচির নাম দিয়েছেন—‘প্রজেক্ট অপরাজিতা’। এর পাশাপাশি মার্শাল আর্টের প্রতি আগ্রহী—এমন ৬০ জনকে নিয়ে চলছে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। তাঁদের অনেকেই স্বপ্ন দেখছেন মার্শাল আর্টে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হওয়ার।