কিশোরবাংলাপ্রতিবেদন: সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা দুটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। নতুন বছরের প্রথম দিন সোমবার রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার প্রাঙ্গণে ও জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।
রিয়াদের উৎসবে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারোওয়ার আলম। স্কুলের সহ অধ্যাপক আব্দুর ছাত্তারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন স্কুলের বিওডি চেয়ারম্যান মোসতাক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন স্কুলের অধ্যক্ষ বদরুল আলম, বিওডি সদস্য মো. রফিকুল ইসলাম ও সাকিবুল ইসলাম সবুজ বিশ্বাস।
উৎসবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় দেশের বাইরে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাওয়া শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
অন্যদিকে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।