সেই ১২ কিশোর ফুটবলারদেরকে আর্জেন্টিনার রাষ্ট্রপতির সংবর্ধনা

কিশোর বাংলা প্রতিবেদন: থাইল্যান্ডে বন্যার সময় গুহায় আটকে পড়া সেই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে এবার রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়েছে আর্জেন্টিনার রাষ্ট্রপতি মৌরিসিও ম্যাকরির পক্ষ থেকে।
ওয়াইল্ড বোয়ারস নামে এই ফুটবল দলটি থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়ার পর থেকে বিশ্বব্যাপী আলোচিত। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সংবর্ধনা দেয়া হয়। এবার এই দলটি আর্জেন্টিনার বুয়েন্স আইয়ারসে কাসা রোসাডা রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করে।
সেখানে রাষ্ট্রপতি মৌরিসিও ম্যাকরি ও উপ-রাষ্ট্রপতি গ্যাব্রিয়েলা মিশেত্তির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে সম্মাননা জানানো হয় থাইল্যান্ডে গুহায় আটকে পড়া এই ফুটবল দলকে।