কিশোরবাংলাপ্রতিবেদন: পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “ছোট মনুদের জন্য ভালবাসা” এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নৈশ বিদ্যালয়সহ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০০ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, উদ্যোক্তা শিশু সামাজিক সংগঠনটি উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর শহরের মোট ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিশু শিক্ষার্থীর মাঝে এ স্কুলব্যাগ বিতরণ করা হবে।