কিশোরবাংলাপ্রতিবেদন: হাজারো সুবিধাবঞ্চিত শিশু রয়েছে রাজধানীসহ সারাদেশে। জীবন ধারণের মৌলিক চাহিদা থেকে একেবারেই তারা বঞ্চিত। অথচ এইসব শিশুদের রয়েছে ভিন্ন ভিন্ন গল্প, ভিন্ন ভিন্ন স্বপ্ন।
কিন্তু ‘সেই গল্প আর স্বপ্ন ফিকে হয়ে যায় সুযোগের অভাবে। আর সেই সুযোগটি হচ্ছে শিক্ষার সুযোগ। যার মাধ্যমে নিজের আলোয় আলোকিত হবে প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু। কিন্তু ‘সেই সুযোগটা করে দিতে পারি আমরাই। আমার-আপনার দেয়া সুযোগেই এইসব সুবিধাবঞ্চিত শিশুরা আসবে সমাজের মূল স্রোতোধারায়। সেই সুযোগ ব্যবহার করে এদের মধ্য থেকেই ভবিষ্যতে তৈরী হবে দেশ গড়ার কারিগর।
আর সে লক্ষ্যেই হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) ২০০৯ সাল থেকে কাজ করে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূল স্রোতোধারায় নিয়ে আসতে। আর এ লক্ষ্যে ঢাকা শহরের ফুলবাড়ি রেল কলোনী, হাইকোর্ট মোড়, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বৃক্ষমায়া শিশু বিকাশ কেন্দ্র নামে স্কুল পরিচালনা করে আসছে।
সেখানে ১৩০ জন শিশু নিয়মিত লেখাপড়া করছে। এর সাথে তাদের মানসিক বিকাশে নেয়া হয় সাংস্কৃতিক ক্লাস। এছাড়া মাসে একবার বৈঠক করা হয় এসব শিশুদের অভিভাবকদের সাথে।
এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের বিষয়ে সচেতনতা তৈরী করতে #SupportUnderprivilegedChildren নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে এইচএসএফ।