সুবর্ণচরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
কিশোর বাংলা প্রতিবেদন: নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় চলছে রমরমা বাণিজ্য। প্রতিযোগিতা করেই পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত তিন গুণ পর্যন্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবকরা চরম হতাশা প্রকাশ করলেও শিক্ষা বোর্ড বা প্রশাসনের কার্যকর কোনো নজরদারি নেই। এ সুযোগে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে আবদুল্যাহ মিয়ার হাট জুনিয়র হাইস্কুল ।
সরজমিনে বিদ্যালয়টিতে গেলে শিক্ষকদের সামনেই প্রকাশ্য অনিয়মের অভিযোগ করেন ১০/১২ জন শিক্ষার্থী ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষায় কেন্দ্র ফিসহ সাকুল্যে ১৪৪৫ টাকা ও বিজ্ঞানে ১৫৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্কুলগুলো সর্বোচ্চ ৪ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ উঠেছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ এর সাথে আলাপ কালে তিনি বলেন, এসএসসির ফরম ফিলাপের সময় নির্ধারিত রেজিস্ট্রেশন ও কেন্দ্র ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগি এক শিক্ষার্থী জানান, ‘গত বছরও একইভাবে স্কুলগুলো এসএসসির ফরম ফিলাপের সময় গলা কাটা ফি আদায় করেছিল। একইভাবে এবারেও আদায় করা হচ্ছে ৩গুন বেশী টাকা! পরে আমরা প্রতিবাদ করলে ২/৩শ টাকা কম নিচ্ছে। এবারও ফরম পূরণের সময় বাধ্যতামূলক কোচিং, উন্নয়ন ফি, অতিরিক্ত বেতন, সেশন ফি ও মডেল টেস্টের নামে গলা কাটা ফি আদায় করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা লোপাটের নামান্তর।’
শিক্ষার্থী ও অভিভাবককে জিম্মি করে এ অর্থ আদায় করা হচ্ছে। জানা যায়, এ বছর এসএসসির ফরম পূরণের নামে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাট জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক ছানা উল্যাহ ছুটিতে থাকার সুবাদে এই টাকা অন্যায় ভাবে আদায় করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্যাহ। এ নিয়ে অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেন।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে এই টাকা আদায় করা হচ্ছে, ম্যানেজিং কমিটির সভাপতি ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান তরিক উল্যাহ বিএসসি জানান, এই বিদ্যালয়ে শিক্ষকরা সরকারি নয় বলেই টাকা একটু বেশী নেয়া হচ্ছে।
জানা যায়, নোয়াখালীর সুবর্ণচরে একাধিক স্কুলগুলোতে এবার এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। শিক্ষার আলো পেতে শিক্ষার্থী ও অভিভাবক এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ।
-মোঃ ইমাম উদ্দিন সুমন, কবিরহাট- সুবর্ণচর উপজেলা প্রতিনিধি (নোয়াখালী)