কবিতা সুবচন October 20, 2017October 19, 2017 Kaushik Ahmed বচন, বাক্য সুবচন নাবিলা দিয়া বাক্য বা শব্দ যাহাই বলি কালেভাদ্রে ভাবিয়া বুঝিয়া কিছুটা থামিয়া রটনা করিব ধীরে । আমার বচন তোমার কথন সুশ্রাব্য কিংবা দুর্বোধ্য কিছুটা অল্প কিছুটা মনের কঠিনতম কথ্য । আপনজনে কিংবা পরজনে নিরালায় অথবা জনসম্মুখে যেন সদা হয় পরিমিত যেন সদা হয় পরিমার্জিত । দুঃখ কিংবা সুখের বশে কিংবা হাসি ঠাট্টার ছলে কখনোবা ক্রোধাবেগে আত্ন তেষ্টা মিটিবে বলে দিব না কভু গালি ভুলিব না আপন ছবি । এতটা ক্ষোভ কোন মাহাত্যের এতটা হিংসা কোন সাফল্যের নিজকে ভুলিয়া নিচু হতে নিচে নামিয়া কেন বলে হবে রুষ্ট বচন? কেন ব্যতীত করিব অন্য নয়ন ? আজ সব পরিহার যাক না জলে মৃদু ছন্দ স্রোতে ছাড়িয়া আপন দগ্ধ হৃদয় মুছিয়া আপন বিষন্ন সকল মুক্ত করিয়া মনোদুঃখ সীমাবদ্ধ করিলাম বাচ্য-বচন। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related