সুজনের ওজন বেড়ে যাওয়াতে ডাক্তারের শরণাপন্ন

ডাক্তার : প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াবেন, তাহলে ১ বছরে ১৫ কেজি ওজন কমবে।
১ বছর পর সুজন ডাক্তারকে ফোন করল :
সুজন : স্যার, ওজন তো কমেছে কিন্তু বাড়ি ফেরত যাব কীভাবে? প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দূরে চলে এসেছি যে।
কৌতুক সংগ্রাহক : সাদাত যোবায়ের, নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নড়াইল।