সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে একুশের প্রস্তুতি

কিশোর বাংলা প্রতিবেদন: একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
আগামী ২৫ ফেব্রুয়ারি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ স্লোগান নিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সিডনির ৮ বেনহাম রোড মিনটোতে স্থানীয় সময় সকাল দশটায় প্রভাতফেরীর পর সাড়ে দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবকসহ প্রবাসী বাংলাদেশিদের অংশ নিতে আহ্বান জানিয়েছে স্কুলটি।