কিশোরবাংলাপ্রতিবেদন: অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিডনিতে স্কুলটির প্রাঙ্গনে ‘ফলাফল যাই হোক, বিজয়ী সবাই’ এ শ্লোগানে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।
এতে দৌড়, দড়ি লাফ, বল কিকিং, ছবি আঁকা ও স্মৃতিশক্তি পরীক্ষা ইত্যাদি বিষয়ে বয়সভিত্তিক শাখায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার দেন স্কুলের সভাপতি আবদুল জলিল, অধ্যক্ষ রোকেয়া আহমেদ ও অভিভাবক সন্ধ্যা খান।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক, কমিনিটি নেতা-কর্মী ও স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।