সারা দেশে চলছে শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

কিশোর বাংলা প্রতিবেদনঃ শিশু-কিশোরদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করার লক্ষে সারাদেশে চলছে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। কর্মসূচির তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় স্ক্র্যাচ প্রতিযোগিতা।

রোববার (১৬ জুন) সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত নির্ধারিত ভেন্যু ও অনলাইনে চলে পরীক্ষা। এতে ৬৪ জেলায় প্রাথমিক পর্যায়ের প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতি জেলা থেকে নির্বাচিত একটি করে খুদে প্রোগ্রামার দল অংশ নেবে সাভারে অনুষ্ঠেয় জাতীয় ক্যাম্পে।

এদিকে, মঙ্গলবার ও বুধবার পাইথন প্রশিক্ষণ শেষে ২০ জুন অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষার্থীদের চূড়ান্ত প্রতিযোগিতা। জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। ‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’-শিরোনামে প্রতিযোগিতার আয়োজক তথ্য প্রযুক্তি বিভাগ ও ইয়াং বাংলা।