কিশোরবাংলাপ্রতিবেদন: সেনাবাহিনীর চাকরি থেকে শুক্রবার ৭৫টির বেশি শিশুকে বাদ দিয়েছে মিয়ানমার সরকার। এর মধ্য দিয়ে দেশটিতে অপ্রাপ্তবয়স্ক শিশুদের সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বহু বছর ধরেই যুদ্ধের জন্য শিশুদের নিয়োগ দেয়া দেশগুলোর তালিকায় মিয়ানমারের নাম রয়েছে। দেশটির বিদ্রোহীরাও সরকারবিরোধী লড়াইয়ে শিশুদের ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের সেনাবাহিনীতে নিয়োগ ও তাদের সৈনিক হিসেবে ব্যবহার বন্ধ করতে ২০১২ সালে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে সই করে মিয়ানমার।
দেশটির এক সেনা কর্মকর্তা বলেন, স্বীকার করছি যে অতীতে আমরা শিশুদের সেনাবাহিনীতে নিয়োগ ও ব্যবহার করেছি। কাজেই শান্তি প্রক্রিয়া যখন শুরু হতে যাচ্ছে, সেখানে আমরা সেনাবাহিনীতে শিশুদের নিয়োগ বন্ধ করতে প্রতিশ্রুতি দিয়েছি।
২০১২ সাল থেকে ৯২৪টি শিশুকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, অপ্রাপ্তবয়স্কদের নিয়োগ বন্ধের চেষ্টা হিসেবে ৭৫ শিশুকে সেনাবাহিনী থেকে বাদ দেয়া হয়েছে।