সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল: ভারতের কাছে হারাল বাংলাদেশে

কিশোর বাংলা প্রতিবেদন: গতবারের পুনরাবৃত্তি এবার হলো না। ভারতের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট হারিয়েছে বাংলাদেশ।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ভারতের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। গতবার প্রথম আসরে একই ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল গোলাম রব্বানী ছোটনের দল। ওই আসরের প্রাথমিক পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে।
ভুটানের প্রতিযোগিতায় ফাইনালে এসে প্রথম হারল বাংলাদেশ। পাকিস্তানকে ১৪-০ গোলে ও নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পেরুনো দল সেমি-ফাইনালে স্বাগতিক ভুটানকে হারায় ৫-০ ব্যবধানে।