সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের প্রথম চ্যাম্পিয়ন বাংলাদেশ

কিশোর বাংলা প্রতিবেদন : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই জয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এই বাংলাদেশ অদম্য, এই বাংলাদেশ অপরাজিত ।
৪২ মিনিটে শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা হলেও আর কেউ গোল করতে পারেনি।
স্বাগতিক মেয়েদের মুহুর্মুহু আক্রমণের পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
আজ রবিবার কমলাপুর শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের নারীরা। খেলার ৪২ মিনিটে শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
নবম মিনিটে প্রথম আক্রমণে যায় লিগে বাংলাদেশের কাছে ৩-০ গোলে হারা ভারত। পবিত্রা মুরুগেসানের ফ্রি-কিক সোজা গোলরক্ষক মাহমুদা আক্তারের গ্লাভসে জমে যায়।
২২তম মিনিটে একা পেয়েও গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আনুচিং। গোল না পাওয়ার হতাশা থাকলেও হাজার দশেক দর্শক ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে গ্যালারি মাতিয়ে রাখে।
একইভাবে খেলার ৩২ মিনিটে বাঁ-দিক থেকে তহুরা খাতুন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঢুকে কোনাকুনি শট নেন। কিন্তু বলটি গোল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। একটু দূরে থাকায় আনুচিং দরকারি টোকা দিতে পারেননি।
৪১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান দিক দিয়ে আক্রমণে উঠে শামসুন্নাহারের বাড়ানো বলে আনুচিংয়ের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার।

This slideshow requires JavaScript.

প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয় গোল করলেন এ ডিফেন্ডার। গ্যালারিতে উৎসবের ঢেউ পায় বাড়তি মাত্রা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। বাঁ দিক থেকে মার্জিয়ার নেওয়া কর্নারে ছোট ডি বক্সের ভেতর থেকে আনুচিংয়ের হেড ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫৭তম মিনিটে ডান দিকে দিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে আনুচিংয়ের আরেকটি গোলের প্রচেষ্টা ফিস্ট করে ফেরান গোলরক্ষক।
৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট হয়। মাঝ মাঠ থেকে মার্জিয়ার পাস থেকে পাওয়া বল আনুচিং আলতো টোকায় বাড়িয়ে দেন তহুরাকে। শট না নিয়ে গোলরক্ষককে কাটাতে গিয়ে দেরি করে ফেলেন এই ফরোয়ার্ড।
শেষ দিকে ভারতের রক্ষণে চাপ বজায় রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যায় বাংলাদেশ। মনিকার ক্রসে ঋতুপর্না ও শামসুন্নাহার কেউই গোলমুখ থেকে টোকা দেওয়ার কাজটুকু করতে পারায় আর গোল আসেনি।
খেলার দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে দলের জয় নিশ্চিত করে স্বাগতিক নারী ফুটবলাররা।
তবে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উৎসবের আনন্দে কমতি হয়নি মরিয়াদের। গ্যালারিতে আসা সমর্থকরাও সাক্ষী হলেন দারুণ এক জয়ের।
এর আগে প্রতিযোগিতার শুরুর ম্যাচে নেপালকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও তৃতীয় খেলায় ভুটান ও ভারতকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। সাফের ফাইনাল খেলায় ভারতে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল।