সাইকেল চালিয়ে ৭৬ দিনে দেশ ঘুরলো দুই কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: মাদক, বাল্যবিয়েসহ সামাজিক বিভিন্ন অপরাধ দমনে সচেতনতা বাড়াতে সাইকেল চালিয়ে ৭৬ দিনে সারাদেশ ঘুরে এসেছে মধু মিলন মোহন্ত ও রাকিবুল ইসলাম নামে লালমনিরহাটের দুই কিশোর স্কাউট সদস্য।
দেশ ঘুরে রোববার (৩ জুন) সকালে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছায়। তাদের পুরো দেশ ঘোরা সম্পন্ন হয় ২৬ মে। এর আগে ১১ মার্চ নিজ শিক্ষা প্রতিষ্ঠান লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে তারা।
মধু আদিতমারী উপজেলা সদরের বিনয় কুমার মোহন্তের ছেলে। রাকিবুল ইসলাম একই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা দু’জনে এবার আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাশ করেছে।
যাত্রা পথে দেখা অনেকের সঙ্গেই কথা বলে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে তারা। এক গ্রাম থেকে অন্য গ্রামে। শহর থেকে রাজধানী। বাইসাইকেলে পুরো দেশ ঘুরে ২৬ মে ৭৬তম দিনে ৬৪ নম্বর জেলা হিসেবে পর্যটন নগরী কক্সবাজারে তাদের যাত্রা শেষ হয়। এরপর তারা ফিরে যায় ঢাকায়।
সেখানে শনিবার (২ জুন) ঢাকাস্থ লালমনিরহাট ছাত্রকল্যাণ পরিষদ তাদের প্রথম সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হামিদুল হক এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। এরপর ৮৬তম দিনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বাড়ি ফেরে তারা।