সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্য বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির ভর্তি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে আবদনের জন্য http://gsa.teletalk.com.bd এবং এসএমএসে আবেদনের জন্য টেলিটকের প্রি–পেইড মোবাইল ফোন থেকে আবেদন করতে হবে।
অবেদন ফি বাবদ ১৭০ টাকা টেলিটকের এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ এবং অন্য তথ্য জেলা ও উপজেলা ভর্তি কমিটি বা প্রধান শিক্ষকের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা অধিদফতর।