সফটওয়্যার কোম্পানির মালিক ১৩ বছরের শিশু!
কিশোর বাংলা প্রতিবেদন: আদিত্যন রাজেশের বাড়ি ভারতের কেরালায়। মাত্র ১৩ বছর বয়স তার। এরই মধ্যে হয়েছেন সফটওয়্যার কোম্পানির মালিক। মাত্র ৯ বছর বয়সে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বাড়ির সবাইকে চমকে দেওয়া রাজেশ দেশের গণ্ডি পেরিয়ে কোম্পানি খুলেছেন দুবাইয়ে।
পাঁচ বছর বয়স থেকেই কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক ছিল রাজেশের। স্কুল থেকে বাড়িতে পা রাখতে না রাখতেই কখনও মোবাইল, কখনও আবার কম্পিউটার নিয়ে খুটখাট করত সে। আর তার জন্য প্রতিদিন বাড়ির লোকজনের কাছে বকাঝকাও খেতে হতো।
কিন্তু এই বকাঝকার মধ্যেই দিন দিন নিজের প্রযুক্তি প্রীতিটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল সে। তারই মধ্যে হুট করে এক দিন আদিত্যনের হাত দিয়ে বেরিয়ে আসে একটা মোবাইল অ্যাপ্লিকেশন। বহু মানুষের মনে ধরে যায় ছোট্ট ছেলেটার তৈরি করা ওই অ্যাপ্লিকেশন। সেই থেকে শুরু। তখন থেকেই আদিত্যনের জন্য আসতে শুরু করে দেয় এক এক করে কাজের প্রস্তাব। বেশ কিছু সফটওয়্যার কোম্পানির জন্যও লোগো ডিজাইনিং করতে শুরু করে দেয় আদিত্যন। শুধু তাই নয়, সে সময়ে তাক লাগিয়ে দেওয়ার মতো ওয়েবসাইটও তৈরি করতে শুরু করে দিয়েছিল ৯ বছরের আদিত্যন রাজেশ।
কেরালার থিরুভিল্লাতে জন্ম আদিত্যনের। তার বয়স যখন পাঁচ বছর তখনই তার পরিবার দুবাইতে চলে আসে। তবে আদিত্যনকে ওয়েবসাইটের সঙ্গে প্রথম পরিচয়টা করিয়ে দিয়েছিলেন তার বাবাই। আদিত্যন জানায়, তার বাবা প্রথমে যে ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সেটার নাম বিবিসি টাইপিং। এই ওয়েবসাইট থেকেই ছোটরা টাইপিংয়ের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারে।
মোট তিনজনকে নিয়ে চলে আদিত্যনের কোম্পানি। আর তারা প্রত্যেকেই আদিত্যনের স্কুলের বন্ধু। তবে আদিত্যন এখন দিন গুনছে, কবে তার বয়স ১৮ হবে। আদিত্যনের জানিয়েছে, তার বয়স ১৮ বছর হলেই সে প্রতিষ্ঠিত একটি কোম্পানির মালিক হতে পারবে। ১২ জনেরও বেশি ক্লায়েন্ট রয়েছে তাদের। কোডিং সার্ভিস থেকে ডিজাইন সবই তারা ক্লাইন্টদের জন্য বিনামূল্যে করে থাকে।