শ্রীমঙ্গলের আনন্দ স্কুলে শিশুদের নিয়ে প্রতারণা
কিশোর বাংলা প্রতিবেদন: ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষকরা কোমলমতি শিশুদের ব্যবহার করে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
বিভিন্ন আনন্দ স্কুলের নিবন্ধিত দশ শিক্ষার্থী শ্রীমঙ্গলের সাঁতগাও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে, যারা উপজেলার বিভিন্ন স্কুল থেকে চলতি বছরই অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
ঝরে পড়া এবং অনগ্রসর এলাকার শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের স্কুলে আনতে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় সরকার পরিচালতি ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ স্কুল পরিচালিত হচ্ছে।
বিভিন্ন এনজিওর মাধ্যমে পরিচালিত এসব স্কুলে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের উপানুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। তারা আনন্দ স্কুল থেকে নিবন্ধিত হয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারে এবং উত্তীর্ণ হলে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।