কিশোরবাংলাপ্রতিবেদন: কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ কে এম লিয়াকত হোসাইন মানিক স্মৃতি সংসদের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এ্যাড. এ বি এম লুৎফর রাশিদ রানা, নারী নেত্রী বিলকিছ বেগম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. সাঈদুজ্জামান, এ কে নাছিম খান, প্রথম আলোর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, সাংবাদিক আমিনুল হক সাদী, এ কে এম লিয়াকত হোসাইন মানিক স্মৃতি সংসদের আহ্বায়ক মনোয়ার হোসাইন রনি প্রমূখ।
অনুষ্ঠানে দুই শতাধিক শিশু চিত্রাংকন ও বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনির হোসেন।